কবিতাঃ শর্মিষ্ঠা ঘোষ
Posted in কবিতাকবিতা
তুমি ছাড়া কেউ নেই
শর্মিষ্ঠা ঘোষ
বিরাশি সিক্কার ঐ গল্প শোনা পর্যন্তই আমার
আমার মেয়েদেরও তাই
সেদিন হাতে ছিল ‘কেতকী’, রবীন্দ্রসঙ্গীত স্বরলিপির কুড়ি নম্বর
বিরক্তিতে সেটির এক আঘাতই উদ্বেলিত করেছে ওদের বাবাকে
‘অমানুষ ছাড়া কে আর বাচ্চা শাসনের এমন পদ্ধতি নেয়’
‘শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে’ গাইতে গাইতে প্রশ্ন করেছি ,
‘গুরুদেব, ক্ষমা করেছ কি আমায়?’
যে আগুন যে দহনের উপক্রমণিকা সেরে গেছ কবেই
পুষ্প দিয়ে তো মারিনি আমি গান দিয়েও নয়
এতো নিখাদ নিরেট সুরভরা বই স্পর্শ করেছে শরীর
শিশু মনস্তত্ত্ব গুলে খেয়ে শেষাবধি বসে গেছি বাপ ঠাকুরদার সারিতে
ছোটবেলায় দুষ্টুমি থেমে যেত মায়ের বড় বড় চোখে
মায়েরই আঁচলের তলায় লুকোতাম এসে
বাবা মানেই খেলা বারণ, তখন অঙ্কের খাতা আর সায়েন্সের বই
মার্কশিটে পাওয়া নম্বরগুলো আমার আর কোথায় ছিল
ওসব তো মা বাবার কেরামতি, কেয়ার, শাসন
এতো করেও শেষমেশ এই ‘অমানুষ’ তৈরি করলে তবে তোমরা
দোষ তোমাদের নয়, আমিই অযোগ্য সন্তান, বেপরোয়া মা অপদার্থ জায়া, অসম্পূর্ণ মানবী
গুরুদেব, তুমিছাড়া এই সামান্য মেয়ের জন্য কেউ গান লেখে নি
তুমি ছাড়া কোন কবিতার ছায়া নেই এই আত্মহনেচ্ছায়।।
0 comments: