কবিতা: ব্রতী মুখোপাধ্যায়
Posted in কবিতা
কবিতা
এক একটা জিভ
ব্রতী মুখোপাধ্যায়
এক একটা জিভ পুরনো ঘায়ের কষে
জিভ থেকে আগুন সোজা ধায় গরিব খড়ের চালায়
গণহত্যানগর জনপদের নাম
অশাসনের আবছায়া স্বাস্থ্যপানীয়
এক একটা জিভের ---
সোজাকে বাঁকিয়ে, গোটাকে ভেঙে, পা মাথায় দিয়ে, মাথায় পা দিয়ে
লম্বা সময় জ্যান্ত থাকতে চায়
গরিবগুরবোর চোখ সময়ের রক্তদাগ চেনে
মনে তো হয় চেনে
এক একটা জিভ, নষ্টরাজ্যপাটে মিথ্যাময়ী আদর এমন তার,
প্রকৃতই মড়াকান্না
রবিঠাকুরের গানের পোশাক পরিয়ে ফেরি করতে আসে
পুরনো ঘায়ের কষে এক একটা জিভ
ব্রতী মুখোপাধ্যায়
এক একটা জিভ পুরনো ঘায়ের কষে
জিভ থেকে আগুন সোজা ধায় গরিব খড়ের চালায়
গণহত্যানগর জনপদের নাম
অশাসনের আবছায়া স্বাস্থ্যপানীয়
এক একটা জিভের ---
সোজাকে বাঁকিয়ে, গোটাকে ভেঙে, পা মাথায় দিয়ে, মাথায় পা দিয়ে
লম্বা সময় জ্যান্ত থাকতে চায়
গরিবগুরবোর চোখ সময়ের রক্তদাগ চেনে
মনে তো হয় চেনে
এক একটা জিভ, নষ্টরাজ্যপাটে মিথ্যাময়ী আদর এমন তার,
প্রকৃতই মড়াকান্না
রবিঠাকুরের গানের পোশাক পরিয়ে ফেরি করতে আসে
পুরনো ঘায়ের কষে এক একটা জিভ
0 comments: