কবিতা: দর্শনা বসু
Posted in কবিতাকবিতা
বে-রঙ্গীন
দর্শনা বসু
ভালবাসার কোন রং হয়না ।
তাই এত অসংখ্য রংয়ের আবীর আয়োজন।
ভালবাসার শ্বেতদূর্গের দখলদারী নেবে বলে
সাত রংয়ের অস্ত্র শানায় ঐ রামধনু।
দর্শনা বসু
ভালবাসার কোন রং হয়না ।
তাই এত অসংখ্য রংয়ের আবীর আয়োজন।
ভালবাসার শ্বেতদূর্গের দখলদারী নেবে বলে
সাত রংয়ের অস্ত্র শানায় ঐ রামধনু।
ভালবাসার আধখোলা ঠোঁটে
কাঁপে যখন বিশ্ব-চরাচর,
বন্য শ্রাবণের এলোমেলো লুঠতরাজে
ঘনিয়ে ওঠে প্রলয় -
গোলাপের বুক থেকে
একফোঁটা রক্ত চলকে ওঠে,
লালের তুমুল আদরে ভেসে যায়
ভালবাসার বে-রঙ্গীন বালুচর ।
0 comments: