0

কবিতা: সেখ সাদ্দাম হোসেন

Posted in



কবিতা
  



ও মেয়ে
সেখ সাদ্দাম হোসেন




গুহা মানবের বাতিল সংসার থেকে
দু’মুঠো চাল, একটা হাতিয়ার, মাকড়সার জাল
             আর ক্যালেন্ডার তুলে এনে
তুমি শুনিয়েছিলে মাথায় পালক গোঁজার ইতিবৃত্ত ।

রোদের আয়ু কমে গেলে পৃথিবীর বয়স বাড়ে ।

জলরঙা জীবনের চৌকাঠ পেরিয়ে
ঠক্ ঠক্ কড়া নেড়ে ওঠে পরিশ্রান্ত বিকেল
           দরজার ওপারে তুমি নেই …

চার দেওয়ালের ভীতর খোলস ছাড়ার দৃশ্যে
ভারি হয়ে ওঠে দাঁড়ি পাল্লা
           চোখে, দাঁতে, নখে রক্ত ।

ও মেয়ে আমি জানতেও পারিনি
          তুমি পরিযায়ী হতে চাও
এই নাও আমার সব পালক আজ তোমার
          শুধু একবার ফিরে
আমার শিরদাঁড়া বরাবর মৃত্যুর গল্পে এসে দাঁড়াও ।

0 comments: