undefined
undefined
undefined
কবিতা: সংযুক্তা মজুমদার
Posted in কবিতাকবিতা
স্বপ্নপূরণ
সংযুক্তা মজুমদার
ভোরের হাওয়া, ভোরের গন্ধ, ভোরের চেনা সুর,
মিষ্টি মৃদু আলোয় উদ্ভাসিত অন্তঃপুর ।
জানলার ধারে টবে টগর বুগনভিলা ।
নিত্য দিনের কাজের মাঝে রাই আর কানুর লিলা।
প্রায় রোজই স্বপ্নে এসে রাঙিয়ে দিয়ে যায়,
ওরা বাঁচে অন্য কোথা অন্য কোন গাঁয়ে ।
যমুনা নয় এক অনামিকার নরম মাটির পার,
কৃষ্ণ সোহাগী রাই এর অনন্ত অভিসার।
খোলা চোখে এই পাওয়া তার তুলির টানে আসে,
রাই কিশোরী এসব কিছুই ভীষণ ভালবাসে।
ঘরকন্না মিটিয়ে তাই,ছুটে যায় সেইখানে
স্বপ্নপুরের সেই ঠিকানা, কেবল কানুই জানে।
0 comments: