কবিতা: মাসউদুর রহমান খান
Posted in কবিতা
কবিতা
শুভ্র সফেদ মেঘ ছোঁবো
মাসউদুর রহমান খান
আজকাল মনে হয় বড্ড বেশি ভুল করছি!
সিদ্ধান্তহীনতার ভুল, বুঝতে না পারার ভুল ।
ভুলগুলো আমাকে বড্ড জ্বালাতন করে, কুড়ে খায় ।
ভেতর থেকে শরীর ফুঁড়ে বেড়িয়ে আসতে চায়,
খুব কষ্ট হয় তখন, অস্বস্তিকর অস্থিরতায় পড়ি ।
গণিতে বরাবরই ভালো ছাত্র ছিলাম, কিন্তু সমস্যাটা -
আটকে যাই বারবার জ্যামিতির নিয়ম, প্রতিপাদ্যের জ্যামে ।
ভুল বৃত্তের - ব্যাস, পরিধির চাপে হই ভারাক্রান্ত! অথচ জানো ,
তারা মিটমিট জ্যোৎস্না রাতে আমারও ইচ্ছে করে -
নিই স্নিগ্ধ মাতাল সুবাস, সদ্য প্রস্ফুটিত লাল টুকটুকে গোলাপে ।
আর, অযাচিত ভুলগুলি বাদ সাধে তারই কাঁটা হয়ে ।
নাহ! এবার, বেদনার নীল রং ধূসর হওয়া পর্যন্ত অপেক্ষা করবো,
বৈষ্ণব পদাবলীর দু' চারটে পদ এখনো বুঝার বাকী ।
এলোমেলো ভাবনার বেড়াজাল যতই জড়াক,
কামনার চুম্বকতা ছেড়ে, শুভ্র সফেদ মেঘ ছোঁবো ।
রক্ত, মাংস, হাড়ে, প্রাণে হয় মানুষ আমিও । তাই করো ক্ষমা ।
শুভ্র সফেদ মেঘ ছোঁবো
মাসউদুর রহমান খান
আজকাল মনে হয় বড্ড বেশি ভুল করছি!
সিদ্ধান্তহীনতার ভুল, বুঝতে না পারার ভুল ।
ভুলগুলো আমাকে বড্ড জ্বালাতন করে, কুড়ে খায় ।
ভেতর থেকে শরীর ফুঁড়ে বেড়িয়ে আসতে চায়,
খুব কষ্ট হয় তখন, অস্বস্তিকর অস্থিরতায় পড়ি ।
গণিতে বরাবরই ভালো ছাত্র ছিলাম, কিন্তু সমস্যাটা -
আটকে যাই বারবার জ্যামিতির নিয়ম, প্রতিপাদ্যের জ্যামে ।
ভুল বৃত্তের - ব্যাস, পরিধির চাপে হই ভারাক্রান্ত! অথচ জানো ,
তারা মিটমিট জ্যোৎস্না রাতে আমারও ইচ্ছে করে -
নিই স্নিগ্ধ মাতাল সুবাস, সদ্য প্রস্ফুটিত লাল টুকটুকে গোলাপে ।
আর, অযাচিত ভুলগুলি বাদ সাধে তারই কাঁটা হয়ে ।
নাহ! এবার, বেদনার নীল রং ধূসর হওয়া পর্যন্ত অপেক্ষা করবো,
বৈষ্ণব পদাবলীর দু' চারটে পদ এখনো বুঝার বাকী ।
এলোমেলো ভাবনার বেড়াজাল যতই জড়াক,
কামনার চুম্বকতা ছেড়ে, শুভ্র সফেদ মেঘ ছোঁবো ।
রক্ত, মাংস, হাড়ে, প্রাণে হয় মানুষ আমিও । তাই করো ক্ষমা ।
0 comments: