কবিতা: সাঈদা মিমি
Posted in কবিতাকবিতা
কীর্তনখোলা
সাঈদা মিমি
সাঈদা মিমি
কীর্তনখোলা ১
সে নিস্কলঙ্ক, অধরা
মসলিন, তার আকাশে
আমি রেবতি, বুকে
মাঘধোঁয়া, উড়ছে কিশোরী,
এগারোয় প্রথম
চিনেছি দেবীস্রোত ।
সে নিস্কলঙ্ক, অধরা
মসলিন, তার আকাশে
আমি রেবতি, বুকে
মাঘধোঁয়া, উড়ছে কিশোরী,
এগারোয় প্রথম
চিনেছি দেবীস্রোত ।
কীর্তনখোলা ২
অন্ধকার তখনও ডোবেনি,
এ্যাটলাস সান? এখুনি
ভিড়বে, তোড়জোড়, দড়াদড়ি
ছুঁড়ে দেয় ক্লান্ত নাবিক,
'নোঙর লাগা রে মন' মুচড়ানো
তেরপল, জেগে থাকা ডেক ।
অন্ধকার তখনও ডোবেনি,
এ্যাটলাস সান? এখুনি
ভিড়বে, তোড়জোড়, দড়াদড়ি
ছুঁড়ে দেয় ক্লান্ত নাবিক,
'নোঙর লাগা রে মন' মুচড়ানো
তেরপল, জেগে থাকা ডেক ।
কীর্তনখোলা ৩
কার্তিকের ডুবোচরে
সাঁতরায় হাঁড়িচাচা দল,
কাশের শুভ্রসুখ মিশে
গেছে কালোর আঁচড়ে,
বৃষ্টিশেষ.. বিহ্বল ইনুচের
বাপ, ঘের ভাঙা
বাঁশচটি ভেসে গেছে
পলাতক চিংড়ির সাথে ।
কীর্তনখোলা ৪
আদিম সন্ধ্যাচরে পরিযায়ী
বালিহাঁস, সূর্য পশ্চিমনগরে-
হোগলানিবিড়ে ঢাকা
চর উপেন, লুকিয়ে রাখা
ডিমে স্বপ্নচখা, নিরালা উষ্ণতায়...
ডোবে নদী ও আঁধার ।
কার্তিকের ডুবোচরে
সাঁতরায় হাঁড়িচাচা দল,
কাশের শুভ্রসুখ মিশে
গেছে কালোর আঁচড়ে,
বৃষ্টিশেষ.. বিহ্বল ইনুচের
বাপ, ঘের ভাঙা
বাঁশচটি ভেসে গেছে
পলাতক চিংড়ির সাথে ।
কীর্তনখোলা ৪
আদিম সন্ধ্যাচরে পরিযায়ী
বালিহাঁস, সূর্য পশ্চিমনগরে-
হোগলানিবিড়ে ঢাকা
চর উপেন, লুকিয়ে রাখা
ডিমে স্বপ্নচখা, নিরালা উষ্ণতায়...
ডোবে নদী ও আঁধার ।
কীর্তনখোলা ৫
বলেছি তো হোগলার
বনে, ধারের গহনে বসে
দু'পেয়ে শ্বাপদ, দিশি
চোলাইয়ের গন্ধে থেমে
চলে জননীর ঢেউ, বিক্রীত
নারীদেহ পড়ে থাকে
অচল জমিনে,
ভেসে যায় বাগানের চাঁদ ।
বলেছি তো হোগলার
বনে, ধারের গহনে বসে
দু'পেয়ে শ্বাপদ, দিশি
চোলাইয়ের গন্ধে থেমে
চলে জননীর ঢেউ, বিক্রীত
নারীদেহ পড়ে থাকে
অচল জমিনে,
ভেসে যায় বাগানের চাঁদ ।
কীর্তনখোলা ৬
ইলশে রঙের নদী-
জলঘোলা
স্নানে আজ বিভিন্ন বয়স,
খেয়ার উজান - ভাটি...
বেদেবহরের পাশে
গয়নার নৌকা এসে
খুলছে বাদাম ।
খেয়াঘাটে বৈশাখ; সুন্দরী
ভয়, আকাশে লেপ্টে
থাকা কৃষ্ণগহ্বর, আলের
বিজনে ছুটি উড়ছে মাথাল,
সবুজ ওড়না
আর আসক্তি অচেনা ।
ইলশে রঙের নদী-
জলঘোলা
স্নানে আজ বিভিন্ন বয়স,
খেয়ার উজান - ভাটি...
বেদেবহরের পাশে
গয়নার নৌকা এসে
খুলছে বাদাম ।
কীর্তনখোলা ৭
খেয়াঘাটে বৈশাখ; সুন্দরী
ভয়, আকাশে লেপ্টে
থাকা কৃষ্ণগহ্বর, আলের
বিজনে ছুটি উড়ছে মাথাল,
সবুজ ওড়না
আর আসক্তি অচেনা ।
কীর্তনখোলা ৮
হেলানো ধঞ্চের ডালে
চড়ুই নর্তক,
গুচ্ছগ্রামের ঢালে হিজল
সুন্দরী, হরবোলা
দামা পাখি পেয়ে গেছে
পোকাদের খনি,
তন্বি ঢেউয়ের চূড়া, ভেসে
চলে হিজলের ফুল ।
হেলানো ধঞ্চের ডালে
চড়ুই নর্তক,
গুচ্ছগ্রামের ঢালে হিজল
সুন্দরী, হরবোলা
দামা পাখি পেয়ে গেছে
পোকাদের খনি,
তন্বি ঢেউয়ের চূড়া, ভেসে
চলে হিজলের ফুল ।
কীর্তনখোলা ৯
মরশুম ছলকায়,
চোখামুখো ইলিশের
নৌকাজটলা,
ব্যাপারীর হাঁকঝড়...
মাতোয়ালী
ঘ্রাণের বাজার ।
মরশুম ছলকায়,
চোখামুখো ইলিশের
নৌকাজটলা,
ব্যাপারীর হাঁকঝড়...
মাতোয়ালী
ঘ্রাণের বাজার ।
কীর্তনখোলা ১০
নাইওরী যায়নি গেলো শীতে
মাহিনুর, নদীস্নানে ভেসে
ওঠে মায়ার উঠান,
কচুরিপানার দল শেকড়েরা
মাটিকে চেনে না
নাইওরী যায়নি গেলো শীতে
মাহিনুর, নদীস্নানে ভেসে
ওঠে মায়ার উঠান,
কচুরিপানার দল শেকড়েরা
মাটিকে চেনে না
0 comments: