কবিতা: অনুপম দাশশর্মা
Posted in কবিতাকবিতা
অপহৃত সুখ
অনুপম দাশশর্মা
#
রাত্রির স্তনে আর দুধ আসেনা ভোরের মুখ তাই ফ্যাকাশে
ক্রমশঃ ভাঙ্গছে সভ্যতা জঠরের ভারসাম্যহীন বাতাসে
বৈধতা কিসের? কে করবে পরিমাপ?
সংযম বিলুপ্ত প্রজাতি
নেই দৃষ্টান্তঃ সব উদ্ভ্রান্ত বিবেকটা মিথ্যের বেসাতি..
অনুপম দাশশর্মা
#
রাত্রির স্তনে আর দুধ আসেনা ভোরের মুখ তাই ফ্যাকাশে
ক্রমশঃ ভাঙ্গছে সভ্যতা জঠরের ভারসাম্যহীন বাতাসে
বৈধতা কিসের? কে করবে পরিমাপ?
সংযম বিলুপ্ত প্রজাতি
নেই দৃষ্টান্তঃ সব উদ্ভ্রান্ত বিবেকটা মিথ্যের বেসাতি..
##
এধারে ওধারে ওড়ে বিলাসের গুঁড়ো ছাই
নেই নেই সাধনার পীতবাস
হোকনা নির্বোধ, নিষ্ঠার সিঁড়ি বেয়ে
আসুক আবার নেমে কালিদাস
এধারে ওধারে ওড়ে বিলাসের গুঁড়ো ছাই
নেই নেই সাধনার পীতবাস
হোকনা নির্বোধ, নিষ্ঠার সিঁড়ি বেয়ে
আসুক আবার নেমে কালিদাস
###
নির্বাণ চাইনা বিনিদ্র রজনীর যে শুধু
স্মৃতিকে রাখে ধরে
দশক দশক ধরে অকৃত্রিম সম্ভ্রমে
যে মানুষ আজও সমাদরে..
নির্বাণ চাইনা বিনিদ্র রজনীর যে শুধু
স্মৃতিকে রাখে ধরে
দশক দশক ধরে অকৃত্রিম সম্ভ্রমে
যে মানুষ আজও সমাদরে..
####
এ কেমন কালযাপন
করতলে ঘেমে যায় প্রায় বিলুপ্ত শ্রাবণ
অধরা স্বস্তিরা পরদেশী
জ্ঞানের পরিধি থাকে গন্ডীর পা ছুঁয়ে
উপরে ঘুমায় কাটা শশী ।
এ কেমন কালযাপন
করতলে ঘেমে যায় প্রায় বিলুপ্ত শ্রাবণ
অধরা স্বস্তিরা পরদেশী
জ্ঞানের পরিধি থাকে গন্ডীর পা ছুঁয়ে
উপরে ঘুমায় কাটা শশী ।
#####
বিশেষণ তবে কী ক্ষয়িষ্ণু সমপাতে
ঘিরে রাখবেই স্নায়ু পতন
এখনো সাহিত্য জেগে "কিন্তু"র সংঘাতে
হোক না সুখের অপহরণ।
বিশেষণ তবে কী ক্ষয়িষ্ণু সমপাতে
ঘিরে রাখবেই স্নায়ু পতন
এখনো সাহিত্য জেগে "কিন্তু"র সংঘাতে
হোক না সুখের অপহরণ।
0 comments: