0

অণুগল্প - উৎসব দত্ত

Posted in


অণুগল্প


রিভুর ঘুড়ি 
উৎসব দত্ত



বিকেল হলেই লাটাই আর ঘুড়ি নিয়ে মাঠে ছুট।
শরতের নীল আকাশ। লাটাইটা দুহাতের আঙ্গুলের ফাঁকে রাখা।

আকাশের দিকে তাকালে সাদা তুলোর মতন মেঘের মাঝে হলুদ ঘুড়িটাকে ছোট থেকে আরও ছোট দেখাচ্ছে।

অন্যদিনের মতন আজ একটুও গোঁত্তা খাচ্ছেনা। ঠিক যেন মনে হচ্ছে, ওই নীল আকাশের দিকে জোর, আরও জোরে ছুটে চলেছে ঘুড়িটা।

সন্ধে হতে যায়। এবার বাড়ি ফেরার পালা। ঘুড়ি গোটাতে হবে।

রিভু ঘুড়ির সুতোটা কেটে দিয়ে বলল,
‘যা আমার মায়ের কাছে যা। মা ক্যামন আছে জেনে আয়’

0 comments: