3
undefined undefined undefined

কুclickঝিক - তথাগত শিকদার

Posted in


কুclickঝিক
তথাগত শিকদার

















3 comments:

  1. অসাধারণ সব ধরে রাখা ফ্রেম দেখার সুযোগ হল। একটি ছবি/ ফটোগ্রাফ যে কত বাঙময় হয়ে উঠতে পারে, তা তথাগতর চোখ আর অনুভবের আলোয় তোলা এই ফোটোগুলিই তার প্রকৃষ্ঠ উদাহর। একটি ছবি যথার্থই অজস্র কথা আর কাহিনি শোনায়। লক্ষ শব্দের চেয়ে যা অনেক বেশি।

    ReplyDelete
  2. অসাধারণ কাজ।ছবিগুলো অবলা কথা, বলছে।মুগ্ধ হয়েছি ছবি গুলোর সৌন্দর্যের বোধে।শৈল্পিক মনের নিদর্শন।

    ReplyDelete
  3. চিৎপুরের ছবিটা শ্রেষ্ট। আহা কালকের ইতিহাস আর আজকের কলকাতা,শিল্পীর ক্যামেরার কোনে চিরদিনের জন্য ধরা থাকলো ।অভিনন্দন শিল্পীকে!

    ReplyDelete