0
undefined undefined undefined

কবিতা - সৌম্য ব্যানার্জী

Posted in


কবিতা


আঁধার চেয়েছো তুমি

সৌম্য ব্যানার্জী


তুমি যদি প্রতিপক্ষ, তো আমি প্রথমেই পরাজিত
যদি তুমি করো সুশ্রূষা, আমি তাহলে ইচ্ছামৃত
তোমার মহত গৌরবে আমি নতশির লজ্জিত
আঁধার চেয়েছো তুমি, তাই আজ শিখাটি নির্বাপিত

তোমার মহিমা বর্ধিত হয়ে দিন দিন হোক স্ফীত
যূপকাষ্ঠের রক্তের দাগে হয়ে থাক চিত্রিত
সে আশির্বাদ আসেনি আজও, যা চিরকাল প্রার্থিত
আঁধার চেয়েছো তুমি, তাই আজ শিখাটি নির্বাপিত

এত প্রেম ছিলো, তবু সে কাহিনী সংঘাতে পরিচিত
গগনবিদারী রণসঙ্গীতে নিত্য উদ্ভাসিত
ধর্মগ্রন্থে লেখা আছে, আর কেউ কিছু ভাবেনি তো
আঁধার চেয়েছো তুমি, তাই আজ শিখাটি নির্বাপিত

সামনে শত্রু, যোদ্ধারা সব সশস্ত্র, সজ্জিত
হাতে গোণা কিছু দানবও তো ছিলো, নিস্তেজ, নির্জিত
অনুমতি আছে হত্যার, আমি ছিলাম না অবহিত
আঁধার চেয়েছো তুমি, তাই আজ শিখাটি নির্বাপিত

0 comments: