2

কবিতা - সায়নদীপ সেন

Posted in


কবিতা


অপেক্ষা

সায়নদীপ সেন



শীর্ণকায় ছেলেটা সকাল থেকে দাঁড়িয়ে
চার নম্বর প্ল্যাটফর্মের দোকানের সামনে
সাজানো রঙ-বেরঙের খাবার,
যদিও সেই স্বাদ নেওয়ার অধিকার নেই তার,
তবু আছে অপেক্ষা –
ফেলে যাওয়া উচ্ছিষ্ট নিংড়ে নেওয়ার।

ভীড়ে ঠাসা শপিংমলে আলোর রোশনাই,
ঠিক তার নিচে আঁধারের ফুটপাথে
মোমবাতি জ্বেলে দোকানী ঠায় বসে আছে,
বিক্রি হয়নি আজ দিন কেটে গেছে,
তবু আছে অপেক্ষা –
ভীড়ের মধ্যে থেকে যদি কোন ক্রেতা আসে তার কাছে।

ঘামে ভেজা শার্টের আস্তিনের ভাঁজে
লুকোনো প্রত্যাখ্যানের আগুন দীর্ঘশ্বাস ছাড়ে,
এম. এ. পাস যুবক আজও সে বেকার
নগ্ন বাস্তবের পরিহাসের শিকার,
তবু আছে অপেক্ষা –
যদি পায় আরেকটা সুযোগ মাথা তুলে দাঁড়াবার।

জন্ম মৃত্যুর আবর্তে পৃথিবীর ঘূর্ণন,
তারই মাঝে কয়েকটা বছর বাঁচার জন্য লড়াই,
শিয়রে দাঁড়িয়ে যমদূত শোনে বেঁচে থাকার গান
বৃথা মনে হয় বুদ্ধিজীবির কথকতা, স্বর্গ নরকের সোপান,
তবু আছে অপেক্ষা –
ঠিক একবার দিনবদলের ডাক দেবে সব রক্তঝরা প্রাণ।

2 comments:

  1. Khub Sundar,asha kori aro bhalo bhalo kobita pabo, roilo opekkha

    ReplyDelete
  2. ধন্যবাদ বন্ধু

    ReplyDelete