0
undefined undefined undefined

সম্পাদকীয়

Posted in

সম্পাদকীয়


সন্দেহ নেই, খুব একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছি। দিন কয়েক আগে, একটা কাজে গিয়েছিলাম ভুবনেশ্বরে। ফনি তার দাপট দেখিয়ে চলে যাওয়ার ঠিক ক'দিন পরেই। শুনলাম, একদিনে পুরীর জগন্নাথ মন্দিরের ক্ষতির পরিমাণ ৪০০ কোটি টাকা। মন্দিরের ঐতিহ্যশালী ধ্বজা ছিঁড়ে গেছে হাওয়ার তোড়ে। গর্ভ মন্দিরের চূড়ার ফাটল দিয়ে চুঁইয়ে পড়ছে জল। খারাপ লাগছিলো ছোটো ব্যবসায়ীদের কথা ভেবে। বাঙালীর সেই চির চেনা পুরোনো পুরী ফিরে পেতে বেশ কিছু দিন লাগবে বলেই স্থানীয় মানুষেরা মনে করছেন।

এদিকে আবার দুদিন আগেই ধুমধাম করে সারা দেশ জুড়ে সু(?)সম্পন্ন হয়ে গেল লোকসভা ভোট পুজো। যতটা অশান্তি ঝঞ্ঝাট হবে বলে আশা করেছিলাম, ততটা হলোনা... সেটাই বিশেষ সন্দেহজনক। মানুষের শুভবুদ্ধির ওপরে আস্থা হারানো অন্যায়, তবুও ইদানীং সবসময় সেই অন্যায় না করতে পারছি কই! 

এই প্রচণ্ড গরমে নিজেকে সুস্থ রাখুন, শীতল রাখুন...

শুভেচ্ছা নিরন্তর...

0 comments: