0

ছবিতা - সুস্মিতা সেন ও পল্লববরন পাল

Posted in


















বিভিন্ন পত্রপত্রিকায় কবিতার সঙ্গে কোনও চিত্রকরের অলঙ্করণ আমরা দেখে অভ্যস্ত। একটি কবিতার শব্দ, তার চাউনি ও বোধ থেকে শিল্পী তাঁর নিজের মতো অর্থ খুঁজে পান, এবং সেটাই তুলি বা কলমে অনুদিত ও চিত্রার্পিত দেখি আমরা। কবি কবিতা রচনা করেন, আর পাঠক তার নিজের মতো করে তাকে আত্মীকরণ করে। কখনো কবির সঙ্গে অনুভূতি মেলেওনা। কিন্তু এর ফলে কবিতাটির একমাত্রিক থেকে বহুমাত্রিক হয়ে ওঠে। 

এটা আমাদের জানা গল্প।

একটু অন্যভাবে ভাবা যাক না! এবার কবিতার অলঙ্করণে ছবি নয়, ছবির অলঙ্করণে আসুক কবিতা। এবার কবিতার গা ঘেঁষে ছবি নয়, শিল্পীর আঁকা ছবির গা ঘেঁষে সেই ছবির অলঙ্করণ হিসেবে এসে দাঁড়াক কবিতা। আত্মীকরণের কাজটা এবার শিল্পী নয়, ছবি দেখে লিখুন কবি।

শুরু হলো নতুন বিভাগ – ছবিতা।



ছবিতা

সুস্মিতা সেন ও পল্লববরন পাল


0 comments: