0

কবিতা - পল্লবী দাস

Posted in


কবিতা


প্রতিবিম্ব

পল্লবী দাস



সফল তো হতে চাইনি, এর রেশও পেতে চাইনি;
বাস্তবটাকে আঁকড়ে ধরে স্পন্দনটা অনুভব করতে চেয়েছি;
হতবিম্ব যন্ত্রণাসার সব খড়কুটো পাছে ভাসিয়ে না নিয়ে যায়,
এক বাক্যে এঁটো কথা না বললেও চলতো!
মাঝরাতে জোনাকিও তো একটা সময় চুপটি মেরে বসে একটু,
তবে কিছুটা বিলীন হতে দোষটা কোথায় শুনি?
একটা সময় তো দম্ভও হার মানতে শিখেই যায়!
চিরটাদিন কেউই মনের দাম কষবে বলে বসে থাকেনা,
অল্প আধটু না হয় সং সাজতেই কাটিয়ে দিলে,
খতিয়ে দেখার অবসর খুব কমই আজকাল;
ব্যস্ততার কাছে হৃদয় যে রীতিমতই মাথা নামায়!
মন খারাপ তো আরশি মাত্র;
দাবানল এখনও বাকি!

0 comments: