0

কবিতা - দর্শনা বসু

Posted in


কবিতা

দৃশ্যান্তর 
দর্শনা বসু


বেয়াড়া রকম লাল বলেই বোধহয় 
রক্ত দেখলে শিউরে উঠত তোমার নিষ্পাপ কৈশোর। 
অথচ লাল ছিল তোমার যৌবনের প্রিয় অভিসার রঙ। 

অস্বীকার করতে পারো, 
লাল শাড়ীর ওই অবাধ্য আঁচলে 
মুখ তুলেছে কতশত নিবিড় অন্ত্যমিল-- 
রেডওয়াইনের লালচে তৎপরতায় 
দৃশ্য থেকে দৃশ্যান্তরে ছুটে ছুটে 
হন্যে হয়েছে অজস্র আদুরে শীত, 
দাউ দাউ গ্রীষ্ম আর কামরাঙা বসন্তগান?

0 comments: