কবিতা - সিয়ামুল হায়াত সৈকত
Posted in কবিতাকবিতা
মধ্যবর্তী চোখ
সিয়ামুল হায়াত সৈকত
একিলিসের ঘোড়া যখন ফুল
মধ্যবর্তী চোখে সেসব চোখ`ই
আজ, বিপ্রতীপ দুঃখ পোষে মনের শহর
জেনো হারিয়ে ফেললেই তুমি নয়!
এক জলজ্যান্ত শহর, মিথের মতো
ভাঁজওয়ালা পৃষ্ঠাগুলো অতীতের
আর আমরা যা রাখি
চোখে তুলে সব
বিস্কুটের ঠোঙায় সব দৈত্যের শহর
এসে, দ্যাখো–মুখ তুমি ও তুমি।
ভালোবাসি যত অসুখের মতো
THANKS....
ReplyDelete