কবিতা - বন্দনা মিত্র
Posted in কবিতাকবিতা
প্রার্থনা
বন্দনা মিত্র
এসো মন বসো শান্ত হয়ে-
নদীটি বেঁকেছে কাছে,
সূর্য পরিশ্রান্ত আছে
সন্ধ্যা নেমেছে মাঠে, বিলম্বিত লয়ে।
সপ্তঋষি জাগেনি এখনও, ধ্রুবতারা ভয় পায়
আমাদের ছোট্ট গ্রামের নাম পৃথিবীই রাখা হোক
যে নদী বেষ্টন করে আছে, তাকে আশানদী বলি যদি
একটি স্তিমিত দিয়া এ যাবৎ বেঁচে আছে কুলুঙ্গীর খাঁজে
তার যদি নাম রাখি ঘুম ভাঙানিয়া -
কাকের ধূসর চোখে নিরাসক্ত আলো
দুঃখ কার না ঘরে,
লুকিয়ে বিরাজ করে
স্মৃতির অমোঘ ডাকে, বিষাদ ঘনালো।
এসো মন বসো শান্ত হয়ে-
নদীটি বেঁকেছে কাছে,
সূর্য পরিশ্রান্ত আছে
সন্ধ্যা নেমেছে মাঠে, বিলম্বিত লয়ে।
সপ্তঋষি জাগেনি এখনও, ধ্রুবতারা ভয় পায়
আমাদের ছোট্ট গ্রামের নাম পৃথিবীই রাখা হোক
যে নদী বেষ্টন করে আছে, তাকে আশানদী বলি যদি
একটি স্তিমিত দিয়া এ যাবৎ বেঁচে আছে কুলুঙ্গীর খাঁজে
তার যদি নাম রাখি ঘুম ভাঙানিয়া -
কাকের ধূসর চোখে নিরাসক্ত আলো
দুঃখ কার না ঘরে,
লুকিয়ে বিরাজ করে
স্মৃতির অমোঘ ডাকে, বিষাদ ঘনালো।
দীর্ঘ প্রবাস কাল, অপেক্ষায় থাকি নিয়মিত
আয়নার চোখে চোখ রেখে চাওয়া ,
ভণিতার ভাঁজ খুলে কথা বলা উন্মাদের বিলাসিতা
দহনে ও অপমানে ব্যথা পাওয়া একান্ত অহংকার বলে
বিদ্রূপের তীর ছুটে আসে।
এখন রাকেন্দুতিথি, বিবাগী সময়,
ঘরছাড়া জ্যোৎস্না উঠে,
ডাক দেবে অস্ফুটে
সিদ্ধার্থ এমন রাতে বুদ্ধদেব হয়।
রাত্রি প্রবাহিতমানা, দীর্ঘ হলো প্রবাসের ভার
যে কথা ঠোটের ভাঁজে,
রক্তাক্ত গোপন আছে
সকল ভণিতা ভুলে শোনাও এবার।
0 comments: