0
undefined undefined undefined

কবিতা - কালীকৃষ্ণ গুহ

Posted in


কবিতা


পুণ্যিপুকুর

কালীকৃষ্ণ গুহ



দিঘির পাড়
অন্ধকার

পাতা ঝরছে
তমালগাছে

নীরব আলোয়
দিন ফুরালো

রাত্রি আসে
পত্রসায়র

আকাশপাড়ে
অনেক তারা

এক বিদেশী
দানশাফকির

অন্ধ পথিক
পথপ্রদর্শক

দিগ্‌বিদিকের
নীড়বিবাগী

একখানি গান
অনেক উঠান

পুরোনো সুর
পুণ্যিপুকুর

0 comments: