0
undefined undefined undefined

কবিতা - বৈজয়ন্ত রাহা

Posted in


কবিতা


দু-পিঠ

বৈজয়ন্ত রাহা



সব দেখিয়ে দিও না, কিছুটা রহস্য রাখো,
নইলে কিভাবে যাবে নিরুপায় অতিক্রম করে?
প্রেমিকের বেশ খুলে নগ্নাতুর নির্জনতা আঁকো,

কথা হচ্ছে ফিরে যাওয়া, চুম্বনের, ঠোঁটের উপরে...

বাকিটুকু হারিয়েছে খেই ;



এইতো সেদিনও ছিলে, এখন অন্য কেউ ছিঁড়েখুঁড়ে খায়,
শান্ত বিকেল মাঠ গ্রীষ্মের দাবদাহ পায়,
এইতো সেদিনও গান, চুপিচুপি প্রলয়নুপূর,
কেমন কাটাও তুমি প্রেমিকের কবিতা-দুপুর?

এই প্রশ্নে কেঁপে ওঠে মাটি?
ঘরে ঢুকে খোঁজ নিল শরীরের 'রা' টি?

উপসংহার নেই?

0 comments: