0

কবিতা - মৈনাক সেনগুপ্ত

Posted in


কবিতা


নগ্নিকা

মৈনাক সেনগুপ্ত




নগ্ন আমার জন্মভূ‌মি,
নগ্ন চরাচর।
ঢেউ-এর মতো জাগ‌ছে
তবু আগুনরঙা স্বর।
নগ্ন যখন আমার সাথী,
রাষ্ট্র কুচকাওয়াজ!
তৃতীয় চোখ সূর্য খোঁ‌জে–
স্বপ্ন পলাশরাত।
আগুন জা‌নি পলাশজাতক,
বস‌ন্তেরই ডাক।
প্র‌তি‌টি শীত পরাস্ত–
যেই লড়াই উষ্ণতার।
কৃষ্ণচূড়া পথ ছুঁ‌য়ে‌ছে
আগামী ঝর্ণা;
দধী‌চিরা স্বপ্ন বো‌নে–
নতুন আলোস্নান।

0 comments: