0
undefined undefined undefined

কবিতা - সোমাদ্রি সাহা

Posted in


কবিতা


স্পর্শ করল...

সোমাদ্রি সাহা



আমার চোখে কেবল অঙ্ক,
হিট করছে ব্লগে...কোন রসায়নে...সেটাই
ভাবতে ভাবতে স্বপ্নে ঘুমিয়েছিলাম,
বুঝতেই পারিনি আমার বাকশক্তি উহ্য
আমার সমস্ত জুড়ে নদীমাতৃক ধূমপান...
আমি কিছু বলতে পারিনি সেদিন, আজও
চুপ করে মাথা নিচু করে হাসি,

আসতে আসতে সন্ধ্যা হয় ময়দানে
ধুলো ইতিহাসের বইমেলা এখন কর্পোরেট
আমার দু ফর্মার না-কবিতারাই ব্রাত্য প্রেমিক

তিনটি তারা নেমে এল, সম্মুখে উপহার
যীশু কাথিড্রালে,
আঙ্গুল স্পর্শ লিখে দিল ''ঋতবাক''


0 comments: