3

কবিতা - অনুষ্টুপ শেঠ

Posted in


কবিতা


নিশিযাপন

অনুষ্টুপ  শেঠ



শয়ন জুড়ে দুঃখ তোমার, ভাঙা কাচের মতো,
ছড়িয়ে থাকে জড়িয়ে থাকে বিষাদ ওতপ্রোত।

রাত কেটে যায় সনিঃশ্বাসে। রাত কেটে যায় গাঢ়।
এমন রাতের সঙ্গে তুমি বন্ধু হতে পারো।

বন্ধু হতে পারো, আবার শত্রু হওয়াও চলে
বিনিসুতোর টানাপোড়েন বুনছো কিসের ছলে?

নকশা আঁকে রাতের শিশির, পদ্মপাতায় জল;
এমন সময়ে, এমন রাতে জাগরী সম্বল!

শয়ন জুড়ে ইচ্ছে তোমার, ভোরের আলো বয়ে
ছড়িয়ে থাকে ভরিয়ে রাখে ভীষণ আদর হয়ে।


3 comments: