0

কবিতা - পল্লববরন পাল

Posted in


কবিতা


ত্রিওলে ও ত্রিওলে

পল্লববরন পাল





আমার বক্ষে মাথা রেখেছিলো সুখ
আকাশ তখন বিষণ্ণ, ঢাকা মেঘে
ঘনান্ধকারে দেখতে পাইনি মুখ
আমার বক্ষে মাথা রেখেছিলো সুখ
মুহূর্তকাল – সময়টা মিথ্যুক
জীবন জুড়ে সে ছোঁয়া বুকে আছে লেগে
আমার বক্ষে মাথা রেখেছিলো সুখ
আকাশ তখন বিষণ্ণ, ঢাকা মেঘে




বিষাদ আসুক এ বক্ষে আরো আরো
রমণীর মতো ভালোবাসা অনুভবে
সেই হরপ্পা থেকে মহেঞ্জোদারো
বিষাদ আসুক এ বক্ষে আরো আরো
উপচে ভাসিয়ে দিয়ে যাক স্নানাগারও
স্নান উৎসব আরো রমণীয় হবে
বিষাদ আসুক এ বক্ষে আরো আরো
রমণীর মতো ভালোবাসা অনুভবে




শরীরের আজ বড্ডো মনখারাপ
কারণটা খুব জটিল নয় যে ভাববো
মনের শরীর জুড়েও আগুন তাপ
শরীরের আজ বড্ডো মনখারাপ
দুজনেই দেয় দুজনকে অভিশাপ
আসেনি যে আজ রমণী এবং কাব্য
শরীরের আজ বড্ডো মনখারাপ
কারণটা খুব জটিল নয় যে ভাববো

0 comments: