কবিতা - দর্শনা বসু
Posted in কবিতাকবিতা
শরীরজোড়া ভোর
দর্শনা বসু
বহুদিন হলো খুঁজি না তোমায়
সমুদ্রের ঐ নীল আকাংখ্যায়-
যে উচ্ছ্বাসে ঝিকিয়ে উঠত
আমার প্রতিটা স্পর্ধিত রাত।
অতলস্পর্শী স্বমেহনের ক্লান্তি ঝরিয়ে
সূর্যরাঙা হতো আমার শরীরজোড়া ভোর।
যে উল্লাস রঙে মাধবীরা দুলে উঠত চকিতে
অভিমানের কমলারঙা অলিন্দে,
সে পিপাসা লেখা আছে
ঐ গাঢ় অরণ্যের নিবিড়তর মুখরতায়।
0 comments: