0
undefined undefined undefined

কবিতা - পল্লববরন পাল

Posted in


কবিতা


বিষাদ পসরা

পল্লববরন পাল



গোলাপ আমায় ছুঁয়ে দিয়ে গেছে আজ
কালকেও সে কি ছুঁয়ে যাবে এইভাবে
যদি আসে হোক সাদামাটা তার সাজ
গোলাপ আমায় ছুঁয়ে দিয়ে গেছে আজ
একফোঁটা এই ছোট্ট সুখের তাজ
বিষাদ পশরা বুকে মেলে রেখে যাবে
গোলাপ আমায় ছুঁয়ে দিয়ে গেছে আজ
কালকেও সে কি ছুঁয়ে যাবে এইভাবে



0 comments: