2
undefined undefined undefined

কবিতা - পিয়ালী বসু

Posted in




কবিতা


প্রদীপ্তকে


পিয়ালী বসু




বীতশোক সন্ধেগুলি ইদানিং তোমার
অভিমানের চেয়েও ভারী মনে হয়
কতদিন তোমার স্পর্শ থেকে দূরে
এই মুহূর্তে উদভ্রান্ত বালির
কাছাকাছি দাঁড়িয়ে আমি

নিভৃতে একটা জন্ম পুষে রেখেছি ......
গত জন্ম
নগরপত্তনের বারোমাস জুড়ে অগোচরে
মধ্যবর্তী সমস্ত ক্ষয় অপচয় সহ্য করে
শুধু তোমাকেই ভালবেসে গেছি

প্রদীপ্ত, শরীর-গন্ধী বুদবুদে
শর্তবিহীন সম্পর্কের সংজ্ঞা ফুৎকারে
উড়িয়ে দাও মুখ ডুবিয়ে দাও
আমার স্তন উপত্যকায়
এলোমেলো করে দাও আমার সমগ্র
সত্ত্বা
নির্বাসিত বর্ণমালায় সম্পর্কের শেষ
চিত্রকল্প উদ্ভাসিত হোক

2 comments: