1

কবিতা - বিবি বসু

Posted in




কবিতা


বে নী আ স হ ক লা

বিবি বসু




ডুগডুগি ছিল কার হাতে,
সদ্য বুঝেছি কাল রাতে...
বাঁদরটা নাচছিল ভালো;
ডুগডুগি তাল এলোমেলো
হায় রে, মুখোশ খুলে দিল।

আঁধার গোপনে চুপ শলা
“চল আজ করি ফালাফালা।
যা বাঁদর মাঠে নেচে আয়,
আমি আছি তবু তোর ভয়!
পণ্ডিতি---হুম, বাড়াবাড়ি,
অসহ্য, তাই জ্বলে মরি!
হারবো কি? আমিই তো রাণী,
তার চেয়ে ডুগডুগি কিনি,
লুকিয়ে বাজাই খুব জোরে---
শাখামৃগ তোড়জোড় করে,
মাঠে নেমে দিয়ে যাক গোল---
হাত তুলে বলি হরিবোল!”

1 comment:

  1. বাঃ। বিবি, ডুগডুগি এবার আপনার হাতে তুলে নিন। বাজান প্রাণপণে। যদি বাঁচাতে পারেন আমাদের।
    প্রতীক্ষা আশা ও স্বপ্ন নিয়ে রইলাম আপনার মুখ চেয়ে।
    - পল্লববরন।

    ReplyDelete