কবিতা - অভিজিৎ দাসকর্মকার
Posted in কবিতাউত্তাল নদীতট, এ পাড় গণিত ভাঙছে
এখনই ভিজিও না সম্পর্ক
ভারসাম্যহীন ব্রীজ ধরে জাহান্নামে বয়ে চলেছে ক্রিয়াপদগুলো
জানো? একফালি চোরা বালিতে
পা ডুবছে...
ডুবুক_
সভ্য সমাজ, মৃত-পাথর আর ট্রয়যুদ্ধের শিলালিপি
বৈরিতা খুলে ফেলেছে অফুরান সংলাপ
একটির পর একটি ঠিকানা বদলেছে গুপ্তবীজি মন
এদিকে
দামামার সুরে বয়ে চলেছে ধনেখালি পাড়ের সরু সমভূমী
পায়ের পাতায় চোখের আমোদ
শান্ত
অথচ, মৃত জন্মদ্বারের পাশ এড়িয়ে
পোড়া প্রদীপ নিয়ে ঠিকানা খোঁজে দাগে দাগ বোলানো ঈশ্বর
তরুণ মুখোশ পরে ছৌ নাচবে অন্ধকারের ইয়ার্কি
আগামীর কুশপুতুলের শরীরে আত্মহত্যার কাহিনী, আর
নীলছবির টলটলে চৌবাচ্চায় ডুব দিচ্ছে শৈশবের দীর্ঘশ্বাস, এবং
হন্নে হওয়া কবিতার প্রথম কাব্যগ্রন্থ_
0 comments: