1

কবিতা - এলা বসু

Posted in




















পুরনো সম্পর্কের নাম দিতে পারো;
আবার ছাতার তলায় বৃষ্টির দুফোঁটা আড়াল, সেও তো;
অথবা অন্ধ-চিলেকোঠায় অধরোষ্ঠের ব্যক্তিগত ভূমিকম্পময় স্পন্দন?

মায়াই তো! 
মায়া নয়?

শিরা ও ধমনীর তন্ত্রে তন্ত্রে 
নির্ভেজাল এ বিষের আঁচড় - 

মায়া নয়? 
মায়াই তো!

এই সব মোহ,
এই মোহ মায়া,
এ মায়া বেদেনীর।

এই নাগপাশ ছেড়ে , 
ছিঁড়ে খুঁড়ে বেরোতে বেরোতে 
হুমড়ি খেয়ে পড়ছ চৌকাঠে
লোকলজ্জা রসাতলে, ফিনকি দিয়ে রক্ত ছোটে 
বেপাড়ার ছাদে ও কিসের আর্তনাদ? 
কেন পাল্টে যায় আয়ুরেখা মুহুর্মুহু চৌমাথার মোড়ে?

সেও কি মায়া?

শানিত বিদ্যুৎ ঝিলিক মেরেই পগারপার 
ঊনকোটি ব্যর্থতার লকলকে জিভ দংশায় শয়ন 
পবিত্র খুনির চাহনি মেলে রাখে সে প্রতিটি দরজার বাঁকে 
কলকব্জা ঝুরঝুরে, তবু চুম্বকের কি অমোঘ টান ! যেন মন্ত্রপুষ্প।

মায়া নয়? 
মায়াই তো!
বারবার যা ধ্বংস করে পূর্ণ করে তোলে?

1 comment: