0

কবিতা - নমিতা চৌধুরী

Posted in



অক্ষরের চিহ্নরূপ একটু একটু করে,
পেরিয়ে যায় আকাশ সীমানা।
ফেলে যাওয়া রঙিন পালকগুলি,
নিজস্ব নিয়মে, তুলে আনে ছোট ছোট ঢেউকথা।
চরাচর জুড়ে মুদ্রা এঁকে দেয়, নোনা জল।
জীবনের যে একমাত্র শ্লোক, জেগে উঠেছিল,
বাঁক বদলের ইতিহাসে তার তন্তুতে,
প্রতিটি পাতায় কাঁপে অবিনাশী স্বর,
খুঁজেছিল শিকড়ের ডানা।

নিবিষ্ট খনন মাঝে মাঝে, স্তব্ধতা ভেঙে
বড়ো কাছে এসে দাঁড়ায়,
ডেকে ওঠে সহজিয়া গানে।

0 comments: