0
undefined undefined undefined

কবিতা - বিমল মণ্ডল

Posted in






আমি দাঁড়িয়ে আছি
ভাঙা মেঘের বৃত্তের ভেতর
আমি বৃষ্টি মাখি সারা রাত

গভীর অন্ধকার রাতে
একমাত্র আমিই জেগে রয়েছি
কালো স্বপ্নের ভেতর

আমার এই একাকিত্ব দেখে
পিছু পিছু ধেয়ে আসা
সদ্য ডুবে যাওয়া একক মানুষ।

0 comments: