0

সম্পাদকীয়

Posted in

 



সম্পাদকীয় 


আরেকটা পুজো এসে গেলো। দুর্গাপুজো। বাঙালির একটা বিশেষ সময়। বাইরে রোদের দিকে তাকালে মনে হয় সেটাও আগের বছরের মতো। সেই একই রকম ঝকঝকে শরতের গন্ধ-মাখা। এসবই ঠিক।  কিন্তু সবই কি ঠিক? মহামারীর আবহে এবার যখন এই উৎসব পালিত হতে চলেছে, উৎসবের মেজাজের পাশাপাশি আমাদের ঘিরে রয়েছে অজানিত এক আশঙ্কা। আসলে আমাদের বিশেষ এই বার্ষিক উদযাপন কতটা ধর্মীয় আর কতটা সামাজিক মেলামেশার উৎসব, সে নিয়ে তর্ক হতেই পারে।

এরই মধ্যে এসে পড়লো আমাদের মাসিক ব্লগ প্রকাশের সময়ও। এবারে ঋতবাকের বিশেষ উৎসব সংখ্যা। নিয়মিত বিভাগগুলির সঙ্গে থাকছে একটি উপন্যাসিকা ও একটি দীর্ঘ কবিতা।

গত সংখ্যা থেকে শুরু হয়েছে 'বিশেষ ক্রোড়পত্র' বিভাগ। এই বিভাগে এই সংখ্যার বিশেষ আকর্ষণ, কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। ৬ অক্টোবর ছিল কবির জন্মদিন। প্রবাদপ্রতিম এই ব্যক্তিত্বের প্রতি  ঋতবাকের শ্রদ্ধার্ঘ্য। লিখেছেন দেশ-বিদেশের সমসময়ের প্রথিতযশা লিখিয়েরা। এছাড়াও থাকছে Friedrich Engels এর কাব্যনাট্য Cola di Rienzi এর অলোকরঞ্জনকৃত বাংলা ভাষান্তর 'স্তিমিত সিংহাসন'। ক্রোড়পত্রটির সংকলন ও গ্রন্থনা-সম্পাদনা রাজা মুখোপাধ্যায়। কৃতজ্ঞতা জানবেন, সুহৃদ... 

উৎসব হোক অন্তরে, আনন্দ সর্ব্বব্যাপী

শুভেচ্ছা নিরন্তর

0 comments: