0

কবিতা - সুস্মিতা মজুমদার

Posted in


কবিতা


এক আলোকবর্তিকার খোঁজে

সুস্মিতা মজুমদার




তুমি ততক্ষণ আলোকবর্তিকা থাকবে ,
যতক্ষণ দায়বদ্ধতা নামক বস্তুটি
তোমার জীবনে আষ্টেপৃষ্ঠ থাকবে ।
হাজার ক্লান্তি, তারপরও তোমাকে আলোটা প্রজ্বলিত করে যেতে হচ্ছে।
মানুষের সংজ্ঞাটা --
ভুলতে পারছ না কিছুতেই ।
চেষ্টা হয়ত করে চলেছ নিরন্তর ।
কিন্তু বারে বারে ব্যর্থ ।
আজও এই তমসাচ্ছন্ন সময়ে
পারনি আর পাঁচটা অকৃতজ্ঞের মতো,
নিজেকে গুটিয়ে রাখতে;
প্রতিদানে পেয়েছ আঘাতের পর আঘাত ।
আরও যদি বেশি কিছু থাকে ।
অনেক দ্বিধা - দলে গেছ নিজ পায়ে।
বারে বারে হয়ে উঠেছ
আলোকের কেন্দ্রবিন্দু ...
এইভাবে বয়ে যাবে কত সময় -
ক্রমান্বয়ে চলতে থাকা একটি প্রক্রিয়া ।
তুমি সেই বিস্মৃতই রয়ে যাবে।
এত ত্যাগের পর ।।

0 comments: