1

কবিতা - অলোক সান্যাল

Posted in


কবিতা


ছায়ারা কথা বলে

অলোক সান্যাল



একটা ছায়ার সাথে পথ চলা রোজ
পূর্ণিমা আলো যখন পৃথিবী ঢাকে
তখন ছায়াটি কথা বলে,
নাকি সে ভাষ্য আমার,বুঝতে পারিনা ঠিক।
ফেলে আসা ত্রুটি আঙুল উঠিয়ে হাসে
আমি, নাকি ছায়া, ক্রমশ গুটিয়ে যেতে থাকে
ঝিনুকের মতো একটা শক্ত খোলসে ঢুকিয়ে নেয়।
শব্দ স্তব্ধ হলে, বের করে আনে মুখ
হিসেব মেলায় ব্যালেন্স শিটে,
অজস্র কাটা চিহ্ন ছড়িয়ে সে পাতায়।
ব্যার্থ চেষ্টা করে যায় লাল দাগগুলো মুছে দিতে।
আমি? না ছায়টি? ঠিক জানিনা
অবলীন হয়ে যায় সময়ের ভাঁজে
শুধু পড়ে থাকা ছাই থেকে বিষ বাস্প ওঠে।

1 comment:

  1. নালন্দা5 June 2018 at 12:10

    বাহ! খুব ভালো লাগল!

    ReplyDelete