সম্পাদকীয়
Posted in সম্পাদকীয়সম্পাদকীয়
সম্পাদকীয় লিখছি যখন, বাইরে বৃষ্টি অবিশ্রান্ত। লকডাউন পুরোপুরি উঠবে হয়তো কিছুদিনেই। শুনলাম, সরকারী স্বাস্থ্য দপ্তরেও নাকি স্যানেটাইজারে হাত ধুয়েই ভেতরে ঢুকতে দিচ্ছে এখন। থার্মাল গান টেস্টিং, স্যানেটাইজার টানেল দিয়ে ভেতরে ঢোকা, সব বন্ধ। 'কেন' জিজ্ঞেস করলেই আজকাল সবাই সুপ্রীম কোর্ট দেখাচ্ছে, বলছে, 'নির্দেশ'! দুর্গা পুজোও হবে। আদালতের অনুমতি সাপেক্ষেই। হওয়াই উচিৎ হয়তো! ষাট হাজার কোটি টাকার লেনদেনের একটা ব্যবসা হয় নাকি প্রতি বছর এই সময়, বাঙলা ও বৃহত্তর বাঙলা জুড়ে। পুরোটা না হলেও, কিছু তো হবেই! এমনিতেই অর্থনীতির যা অবস্থা! কিন্তু তাহলে অতিমারী, দূরত্ববিধি, দৈনিক সংক্রমণ, দুই শতাংশের কম মৃত্যু হার, কোমরবিডিটি - এসবের কি হবে? অনেক ধোঁয়াশা! সব প্রশ্নের উত্তর জানতে চাইতে নেই!
যাক গে, আমরা সাহিত্য চর্চা করি। এ মাসে কবি মঞ্জুষ দাশগুপ্ত ক্রোড়পত্র রইলো নিবিষ্ট পাঠকের জন্য - বিশেষ বিভাগ। বাকি নিয়মিত বিভাগগুলি তো রইলোই।
সতর্ক থাকুন, সুস্থ থাকুন...
শুভেচ্ছা নিরন্তর
0 comments: