0

কবিতা - রিজোয়ান মাহমুদ

Posted in











জিয়ানা কাঁদতে জানে না
ছয় বছরের জিয়ানার ফ্রকের রঙ্গিন ফুল কালো হয়ে
আসছে তোমাকে ঘিরে, উৎসবে।
মিনিয়াপোলিসের ঔদ্ধত্য ঘোড়াটি চক চকে রাস্তায় দৌড়ুচ্ছে, তবে পিকাসো এবার ভেঙে দিয়েছে এক পা,
হাঁটু গেড়ে চেপে একটি শ্বেতাঙ্গ বলদ চিবিয়ে মেরেছে ফুল। গাড়ির অবুঝ তলা থেকে বেরুচ্ছে গোঙানি।
হে শ্বেতাঙ্গ আজরাইল সভ্যতা ঘোষণা দিয়ে বড় একটি আকাশ কিনে পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ আধিপত্য করবে ভেবেছ!
এতো দিন কালো রক্ত উচ্চারণে প্রচণ্ড ঘৃণার কলোনি করেছ যাদের - তাদেরও জবাই করার তাগদ আছে।
নেলসন মেন্ডেলা জানালা ধরে দাঁড়িয়ে দেখছে।
মার্টিন লুথার কিং-এর গোপন ডায়েরি কালো অক্ষরের যুগন্ধর থেকে আই হ্যাভ এ ড্রীম যতক্ষণ আছে ততক্ষণ কালো শিশু ও কালো মেয়েরা ঝড় বৃষ্টি হয়ে পৃথিবীতে নামবে।
থামেনি কখনো নাদিন গর্ডিমারের রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতা পাঠ করা, খুউব সকালে।
দেখো, আকাশে সুকালো মেঘ, মেঘের আঁচল ছুঁয়ে উড়ে আসছে দোয়েল কুচকুচে।
ঐ পাখির জিহ্বায় সিগারের নিকোটিন। জর্জ ফ্লয়েড পাখির ঠোঁটের মধ্যে আগুন, সেখানে জিয়ানা, বর্ণকে ভাষা দিয়ে সবেগে আসছে ছুটে
কালো কালো দোয়েল পাখিরা মিছিলে নামবে, সেখানেই সাদা চক-কালো ব্ল্যাকবোর্ড লেখা হবে অসীম অচ্যুত ঘৃণ্য শ্বেতপত্রের মৃত্যুর কথা।
সামাল দিতে না পারলে রবীন্দ্রবাবুর কাছে যেয়ো।

0 comments: