0
undefined undefined undefined

কবিতা - সৌমিত্র শংকর রায়চৌধুরী

Posted in




















নীল শিরার মত আকাশের মঞ্চ
দাপিয়ে বেড়ায় নিপীড়ক সূর্য,
সধবা কুলনারীর ব্রহ্মচর্যে
হাওয়ায় ভাসে বিরহের সুর,
আযৌবন উদাসী নিঃশ্বাসে
দুঃখেরা কাঁদে চোদ্দ বছর
বিচ্ছেদের নিদারুণ অভিমানে,
বেঁচে থাকা যেন জ্বলন্ত চিতা।
তরুণী মনের সোহাগের সুখ
জুটবে কি কোনদিনও আর!
ঘুমহীন রাত দীর্ঘ অমানিশায়
বীজহীন নিষ্ফলা বিছানায়
ডানাহীন আকাঙ্ক্ষায় অনাথ,
কাল থেকে কালে সেই সুর বাজে
জনকদুহিতার নিঃসীম বেদনায়,
দহনের নিকষ অন্ধকারে
রাজবধূর আকুল আকুতি,
চেতনার নিরন্তর অভিঘাতে
মাথা কুটে মরে অস্ফুট ব্যথারা,
বিবাহের তমসুক ভেসে যায়
দয়িতের মহার্ঘ ভ্রাতৃপ্রেমে।
হায় রত্নাকর,
ধন্য এই নিষ্ঠুর আহুতি।

0 comments: