undefined
undefined
undefined
কবিতা - সঞ্জয় চক্রবর্তী
Posted in কবিতাকেল্লার ডাণ্ডায় নিশান, "মেরে ভাইয়ো অউর বহেনো"
নীচে মাটি শোঁকে পোকামাকড়কীট, এরা কারা? কী যেন?
সীমান্ত শেকিং নিউজ ব্রেকিং মুচমুচে ভাজা পাঁপড় কম তেলে,
বিশ্বাস ঠাণ্ডায় ন্যাতাও নচেৎ তর্কে গরম ডাণ্ডা, বুঝলে হে বুড়োমাগীমদ্দামেয়েছেলে?
তারপর রাজঘাট, ফুল, মালা, ছুটি, অম্বল, চোঁয়া ঢেঁকুর, অর্শের পাছা
রাতে মদ, মাংস, দিনে আড্ডা, পলিটিক্যালি কারেক্ট আগাছা
একদিনে কি এতকিছু সাফ হয়? মাফ করে মুচকি হেসে পেন্ডুলাম দোলে
"দু'দণ্ড শান্তি দিও হে ঠাকুর..." ঈশ্বর ক্যালেন্ডারে ঝোলে
ভক্তের আব্দার, তাই ধনধান্যপুষ্পে ভগবান নেমে আসেন শেষে,
টোকা দেন কাঁচে তাঁর মুঠো "বাবা, দু'টো..." হাঁপানির বেশে
শেষে তাঁর ফেরা ঝুপড়িবস্তিতে, মুন্ডুকাটা ধড় সেলাম ঠোকে এসে,
ডাণ্ডাতে পতপতায় "মেরে প্যারে ওয়তন", প্রিয় কর্কটরেখার দেশে।
0 comments: