0

কবিতা - দীপঙ্কর দাশগুপ্ত

Posted in



আঁকছো ছবি উপত্যকায় থির-বিজুরির,
বিষূবরেখায় কক্ষচ্যুত উল্কা পতন
ঘটলো, তুমি নিজের ছবি আঁকলে যখন।
মূর্ত হলো বিভোর বিভার দীঘল শরীর।


আকাশ জুড়ে আর্দ্র মেঘের অস্থিরতায়
আঁকলে যখন বিগত কোন প্রতিশ্রুতির
বিষন্নতা, সঙ্গে দিলে ত্রাণের প্রলেপ।
অনায়াসেই আবজে নিলে মূল কবিতা।


0 comments: