0

কবিতা - মানস ঘোষ

Posted in














এইটাই ছিল তোমাদের জন্য আমার শেষ চিঠি,
নিজের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের শেষে,
একটা রফায় পৌঁছনো গেল-

অগ্রিমে পাওয়া ভোঁতা কাঠকয়লার পেন্সিলে
লিখলাম, তোমাদের নিৰ্জনবাসের
পাষান দেওয়ালে ...
আমার শেষ চিঠি...

.. সে ছিল মায়াবী পৃথিবীর শেষ উপকথা!

লিখেছিলাম, প্রকৃতির সে অসামান্য উল্লাসদৃশ্য!
পাহাড় নদী ঝরনা বনভূমি-
সমস্ত শরীর জুড়ে ময়ূরপঙ্খী আলপনা... 
সোনা রোদের গায়ে হেসে গড়িয়ে পড়া
রিমঝিম বৃষ্টির গল্প, রামধনুর খুনসুটি...

এদিকে, পশ্চিমের অশরীরী বনে,
আরো আশেপাশে,
মর্মর ধ্বনি.. কানে আসে, 
মর মর মর মর... 
যেন মজুত খাবারের মত বীভৎস তামাশা...
স্তূপীকৃত হয়, একের পর এক
ঝরে যাওয়া শুকনো পাতা...
.. তোমার নির্জনবাসের দায় মিটিয়েছে তারা
অনাহারের কড়ায় গন্ডায়,
মনে রেখো, এ মানবজন্ম-
এক আয়ু ঋণী তার কাছে!

তবু,
সেখানেও টিকে থাকে কিশলয় কিছু..
আমি যাই... তার পাশে হাঁটি,
লেখা থাক দেওয়ালের গায়ে,
এই শেষ চিঠি |

0 comments: