0

কবিতা - পাপিয়া গাঙ্গুলি

Posted in



রাস্তার ফুটপাথে
ঝোলানো, শোয়ানো
স্তালিন থেকে মা কালীর ছবি,
সস্তার গয়না, ভ্যানিটি ব্যাগ;
টুকিটাকি দরদামে
আরো সস্তা...
ভিড়ে মিশে যায়
চাউমিনের ধোঁয়া আর
হকারের নুন ঘাম।
ধুলোটে শনিমন্দির
অপেক্ষায়
আরেক শনিবারের।
দৈনন্দিন এক্কাদোক্কা ইচ্ছা
ফেসবুক দেয়ালে
বাজারি, খোলামকুচি।
জীবনটা কি এমনিই
বেখাপ্পা আর সস্তা নয়?
জট বাঁধা ফুটপাথের মত!

0 comments: