0
undefined undefined undefined

কবিতা - রাজা চক্রবর্তী

Posted in

হাবুল বাবুর কাবুল সফর 

হাবুল বাবু কাবুল যাবেন সঙ্গী হবেন মাইতি
একটি ছাতা রঙীন ত্রেপল এবং একটি গাঁইতি
ওই দেশেতে খুঁড়লে বালি যাচ্ছে পাওয়া তেল
সেই খবরেই বাবুর চাপা কাবুলগামী রেল
কিন্তু কাবুল পৌঁছে হাবুল হলেন বোকা বেশ
কোথায় বালি এ তো খালি কাঠবাদামের দেশ
কী আর করা বস্তা ভরা বাদাম নিয়ে শেষে
কাবুল থেকে হাবুল বাবু দেশে ফেরতে এসে
বিক্রি করে কিলো দরে জমিয়ে নিলেন নোট
এতদরূপে কলিকাতায় পৌঁছিল আখরোট


পথ্য 

সাতকরি সাহা রায় দুর্গম সাহারায়
ফিটফাট বাবু সেজে ব্যস্ত

বুক ঠুকে দর করে কিনছে সে থলে ভরে
দশ কেজি কাঁটাগাছ আস্ত

বাড়ি তার পাকুড়ে, সাধারণ চাকুরে
ফেরি করে ফরেনের ডালমুট

বিটকেল খেয়ালে পুষেছে সে গোয়ালে
মগরার মেলা থেকে দুটো উট

মুশকিল হলো তার, উটেদের কালচার
নিরামিষ, নেই তাতে কোনো মাছ

আর কিছু খায়না, একঘেয়ে বায়না
চায় খালি মোলায়েম কাঁটাগাছ

0 comments: