0

কবিতা - সৌমিত্র চক্রবর্তী

Posted in

আজকাল মা বললেই 
কোনও মানুষ নয়
ছোটবেলা সামনে এসে দাঁড়ায়।
একটা সময় -
অস্বচ্ছলতা ঢেকে
ছুটে যাচ্ছে দুড়দাড়,
রাতে নুইয়ে পড়ে
উঠে দাঁড়াচ্ছে সকালে,
ভাঙা ঘাড়ে বয়ে আনছে সুখ
বাঘের মতো গর্জে ভাঙছে কান্নায়;
আমি দূর থেকে দেখতে থাকি এসব
আর বুঝি, ওই !
ক্ল্যাসিক সিনেমায় সাদা কালো
ফুটে উঠছে মা।

0 comments: