সম্পদকীয়
Posted in সম্পাদকীয়সম্পাদকীয়
শূন্য এখন ফুলের বাগান
দোয়েল কোকিল গাহে না গান...
হেমন্তের বিষণ্ণতা গ্রাস করে সমস্ত কিছু। কাশ ঝরে যায়, খালি হয়ে যায় ভালোবাসার বারান্দাও... প্রথম যুগের ছাত্রী নবনীতার কথা লেখেন অলোকরঞ্জন দাশগুপ্ত। বইতে থাকে মন্দির মসজিদের বড়ত্বের তর্ক-তুফান... জয় শুধুই ক্ষমতার। অর্থের। আর আত্মদম্ভের। সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর আবদারে নির্মিত হয় ব্যাবিলনের শূন্য উদ্যান... মুক্তো বিন্দুর মতন শিশির নামে মন্দাক্রান্তা লয়ে... জীবনানন্দ লিখে যান...
লিপি কাছে রেখে ধূসর দ্বীপের কাছে আমি
নিস্তব্ধ ছিলাম ব’সে;
শিশির পড়িতেছিল ধীরে-ধীরে খ’সে;
নিমের শাখার থেকে একাকীতম কে পাখি নামি
উড়ে গেলো কুয়াশায়,-কুয়াশার থেকে দূর-কুয়াশায় আরও…
তবুও 'দ্য শো মাস্ট গো অন'...
প্রদর্শনী চলতে থাকে... চলতেই থাকে...
সৃজনে থাকুন, সুস্থ থাকুন,
শুভেচ্ছা নিরন্তর...
0 comments: