undefined
undefined
undefined
কবিতা - মিজান ভূইয়া
Posted in কবিতাকবিতা
গুহাচিত্রের কবি
মিজান ভূইয়া
মন নিয়ে খেলা করে
গুহাচিত্রের কবি
কখনও সে যাদু দেখায়,
হাতের পুতুল নিয়ে পাখির মতো উড়ে যায়
শাদা শাদা শব্দ তৈরী করে
গুহাচিত্রের কবি নিজেকে নিজেই অভিশাপ দেয়
ফুল কুড়ায়
মালা গাঁথে
কোনও এক নারী কবির কাছে আসে
কবি শপথ নেয়
শপথ ভাঙ্গে,
হৃদয়ে তাঁর রাজলক্ষ্মীর স্মৃতি
পরিচিত সংখ্যার মতো
নিজের ভিতরে কবি একা হয়ে যায়,
তখন বাতি নিভিয়ে
আকাশের পরিধি মাপে।
0 comments: