0

কবিতা - অর্পণ রায়চৌধুরী

Posted in


কবিতা


একুশে ফেব্রুয়ারি?
 
অর্পণ রায়চৌধুরী


দুধারেই জমি। মানুষ মানুষ। ছায়া গান
ছবিটায়। রক্ত এখানে মিলন নদী। একুশের
কবিতায়।
ভাসা ভাসা ভাষা। একটাই স্রোত। রক্ত
এখানে আগ্।
শহিদের নাম। পুষ্পাঞ্জলি। আজ ফাগুনের
রাগ।
এসো হে অতীত। আমন্ত্রণই। এসো
ইতিহাস মাখি।
সালাম, আহমেদ, রহমান, জব্বার,
বরকত-ই
সেদিন দামাল ছিল। আজ তাই তো বাংলা
লিখি। অমর একুশে চোখের জলেতে চরণ ধুয়ে
রাখি।
তিলাগ্র জমি দেয়নি ছেড়ে। লুটিয়ে
দিয়েছে বুক।
শহিদের নামে নীরবতা হোক। কথামুখ
সব মূক
হয়ে যাক আজ কিছুটা সময়। এটুকুই দিই
শুধু।
বালিয়াড়ি কবে সাজিয়েছে চিতা যে বুকে
শুধুই ধূ ধূ ?
অমরাবতীর ধূলোবালি সব আমরা যে
কোণে ঝাড়ি,
কুঁড়ে নিয়ে সব চিৎকার করি। আজ
একুশে ফেব্রুয়ারি !
খিস্তিতে নামে রাজা ও ফকির। পতিতার
কুপি খালি।
ঐ চুপ... নেতা আসছেন হেঁটে। দেবেন
'একুশে বুলি'।
বরকত, তুমি কি জান দিয়েছো ? গুলি
খেয়েছো কি জব্বার ?
ইতিহাসে শুধু কালো অক্ষর। আর একটা
দরকার
একুশে একুশ লড়াই। তারপর সব অতীত
হবে রাতে।
যীশাস মজবে ভগবানে আর ভগবান
আল্লাতে...



0 comments: