4
undefined undefined undefined

কবিতা - অনুষ্টুপ শেঠ

Posted in


কবিতা


অকথিত

অনুষ্টুপ শেঠ




শীতের রোদ বড্ড নরম, লুটিয়ে আছে পায়ের পাতায়,
তোমার জন্য মন কেমনও, না-লেখা থাক বন্ধ খাতায়।

না-লেখা থাক তোমার আমার গল্পগুলো, বর্ষারাতের
আবার যখন সময় হবে, অগ্নিহৃদয় রাখব হাতে।

আবার নদী ভাসান যাবে। আবার যাবে বৃক্ষ জ্বলে,
অযুত সময় এক পলকে আটকে যাবে বাঁচবে বলে।

আবার তুমি পথ ভোলাবে। আবার তুমি পৌঁছে দেবে।
রাতবিরেতে হঠাৎ মেসেজ 'কেমন আছো' খবর নেবে।

বড্ড মেদুর শীতের বেলা। লেপ-জড়ানো আদর যত।
তোমার কথা, আমার কথা, না লেখা থাক। আপাতত।

4 comments: