0
undefined undefined undefined

কবিতা - দর্শনা বসু

Posted in


কবিতা


রক্তে রাঙা পলাশ
দর্শনা বসু


সেদিনও ছিল
এমন উথালপাথাল পলাশের মাস।
একাকার হল তবু ফাগুন আর আগুন-
বর্শার তীক্ষ্ণ ফলায় ঝিকিয়ে উঠেছিল
হার না মানা রক্ত-
বরকত --সালাম --রফিক-- জব্বার।

তোমরা এখন পরম আনন্দে
মায়ের কোলে হাসছ।
কৃষ্ণচূড়ার রঙ্গীন অালিঙ্গনে,
কচি ধানচারার মিঠে অাদরে,
সূর্যরাঙা ভোরের নিশ্চিন্ত আশ্বাসে।

অামাদের অাভূমি নত করে
ঢেকে দিয়েছ সব ক্ষতদাগ।
ফিরিয়ে দিয়েছ
কেড়ে নেওয়া মাতৃভাষার অধিকার।

তাই ফুটে থাকা থোকা থোকা
রক্তের আল্পনামাখা ওই বেদীতে
আমরা কিন্তু কাঁদতে অাসি না।
বর্শার উদ্যত ফলকে গেঁথে নিই
সেইসব লেলিহান জীবনের নাম।

0 comments: