কবিতাঃ সৈয়দ হাসমত জালাল
Posted in কবিতাকবিতা
তোমাকে দেখবো বলে
সৈয়দ হাসমত জালাল
তুমি নেই, তাই আকাশচুম্বী বাড়িটিও
এত খাঁ খাঁ করে...
ক্লান্ত দিনের শেষে সিঁড়ি ভেঙে ভেঙে
মেঘেদের দেশে যাই
তোমাকে দেখবো বলে,
ডুবন্ত সূর্যের গায়ে লেগে থাকে তোমার মুখের
লজ্জারঙীন আল
সে আলোয় আমার অন্ধ রাত জেগে থাকে
শাদা পৃষ্ঠায়
তোমার গায়ের নরম গন্ধ ধরে রাখে জুঁইপাপড়িরা
তুমি আছো, এই সংবাদে আশ্বিনের ঢাক বেজে ওঠে
গ্রাম থেকে অনন্ত গ্রামে
অসীমের গায়ে ওড়ে লাল আঁচল তোমার
আহা কি মোহিনী রূপ নিঃশব্দের ঢেউয়ে ভেসে যায়...
সেই তোমাকে দেখবো বলে
সিঁড়ি ভেঙে ভেঙে এসে আজ
থমকে দাঁড়িয়ে আছি
তুমি নেই, ছায়াদের হাহাকারে একলা করুণ সূর্য ডুবছে...
এ-জন্মে তোমাকে দু’চোখ ভরে দেখাও হলো না
0 comments: